২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ভয়াল সিনেমা
- আপলোড সময় : ০১:০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ২৪৬ বার পড়া হয়েছে
আগামী ২৯ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত বিপ্লব হায়দার পরিচালিত চলচ্চিত্র ‘ভয়াল’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল প্রমুখ।
সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে ‘ভয়াল’ চলচ্চিত্রটি দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র শিরোনামে প্রচার হওয়া নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফ্ট ক্রিয়েশনস এর সিইও আশিকুর রহমান বলেন, “বাংলাদেশে নতুন সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ‘ভয়াল’। আমি মনে করি এটা সিনেক্রাফট ক্রিয়েশনসের মহাপ্রাপ্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রচার হওয়া প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র বলে শিরোনামে যে তথ্য এসেছে তা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এমন কোন গ্রেডিং ভয়াল সিনেমাকে দেয়নি, বরং স্পষ্ট উল্লেখিত আছে যে ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত। ভয়াল চলচ্চিত্রটি সকল পেশার এবং সকল বয়সের মানুষ দেখতে পারবেন বলে জানিয়েছেন বোর্ড থেকে।”
প্রযোজক আশিকুর রহমান আরো বলেন, “এমন বিকৃত কিংবা ভুল প্রচারের জন্য সিনেক্রাফ্ট ক্রিয়েশনস এর পক্ষ থেকে সার্টিফিকেশন বোর্ডের নিকট আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি লজ্জিত। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।”
খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ নভেম্বর ‘ভয়াল’ মুক্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও টিজার উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে মূলত প্রাপ্তবয়স্কদের তথা এ গ্রেডের সার্টিফিকেট প্রাপ্ত বলে কথাটি উঠে আসে।