ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীর ইয়াবা সাম্রাজ্য ভেঙে দিল ডিএনসি: এক কোটি টাকার মাদকসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

রনি মজুমদার
রনি মজুমদার
  • আপলোড সময় : ১২:১৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৪২১ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১১ এলাকা থেকে এক কোটি দুই লক্ষ টাকা সমমূল্যের ৩৪,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার রিক্তা (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানের সময় তার স্বামী মোঃ সানজিদ হোসেন (৩৮) পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় পল্লবী থানাধীন মিরপুর-১১, এভিনিউ-৫, রোড-১৬, বাড়ি-১৪ এর সপ্তম তলায় অভিযান চালায় ডিএনসি’র একটি দল। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এবং পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রিক্তা জানান, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ভাড়াকৃত বাসায় অবস্থান করে ইয়াবা সঞ্চয় ও সরবরাহ করতেন। ইয়াবার চালান সংগ্রহে তার স্বামী নিয়মিত টেকনাফে যেতেন এবং পরে তা ঢাকায় এনে পাইকারি সরবরাহ করতেন।

ডিএনসি জানায়, পলাতক আসামি মোঃ সানজিদ হোসেন এবং গ্রেফতার হওয়া রিক্তার স্থায়ী ঠিকানা পুরান ঢাকার লালবাগ এলাকায় হলেও বর্তমানে তারা মিরপুর-১১ এর ওই বাসায় ভাড়া থাকতেন। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি দুই লক্ষ টাকা।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি’র এক কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী এই কার্যক্রম চলমান থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ডিএনসি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্বামী-স্ত্রীর ইয়াবা সাম্রাজ্য ভেঙে দিল ডিএনসি: এক কোটি টাকার মাদকসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

আপলোড সময় : ১২:১৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

রাজধানীর মিরপুর-১১ এলাকা থেকে এক কোটি দুই লক্ষ টাকা সমমূল্যের ৩৪,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার রিক্তা (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানের সময় তার স্বামী মোঃ সানজিদ হোসেন (৩৮) পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় পল্লবী থানাধীন মিরপুর-১১, এভিনিউ-৫, রোড-১৬, বাড়ি-১৪ এর সপ্তম তলায় অভিযান চালায় ডিএনসি’র একটি দল। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এবং পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রিক্তা জানান, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ভাড়াকৃত বাসায় অবস্থান করে ইয়াবা সঞ্চয় ও সরবরাহ করতেন। ইয়াবার চালান সংগ্রহে তার স্বামী নিয়মিত টেকনাফে যেতেন এবং পরে তা ঢাকায় এনে পাইকারি সরবরাহ করতেন।

ডিএনসি জানায়, পলাতক আসামি মোঃ সানজিদ হোসেন এবং গ্রেফতার হওয়া রিক্তার স্থায়ী ঠিকানা পুরান ঢাকার লালবাগ এলাকায় হলেও বর্তমানে তারা মিরপুর-১১ এর ওই বাসায় ভাড়া থাকতেন। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি দুই লক্ষ টাকা।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি’র এক কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী এই কার্যক্রম চলমান থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ডিএনসি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন