ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“জেলা প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তব রূপ: নারায়ণগঞ্জে ৭ দিনে নবজাতকদের জন্য আইসিইউ চালু”

রনি মজুমদার
রনি মজুমদার
  • আপলোড সময় : ০৬:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট আধুনিক নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিটটির উদ্বোধন করেন।

মাত্র সাত দিনের মধ্যে এই ইউনিটের নির্মাণ কাজ সম্পন্ন করে চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা প্রশাসক নিজেই। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কার্যক্রম শুরু হওয়ায় জেলাবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি ও প্রশংসার সঞ্চার হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জের সিভিল সার্জন, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এই আইসিইউ ইউনিটটি নবজাতকদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য খাতে এটি নারায়ণগঞ্জের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।”

নারায়ণগঞ্জের সিভিল সার্জন জানান, “এই ইউনিট চালুর ফলে এখন থেকে গুরুতর অসুস্থ নবজাতকদের চিকিৎসার জন্য রাজধানীতে ছুটতে হবে না। এতে সময় ও খরচ—দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগও বাড়বে।”

স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগণ ও চিকিৎসা সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“জেলা প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তব রূপ: নারায়ণগঞ্জে ৭ দিনে নবজাতকদের জন্য আইসিইউ চালু”

আপলোড সময় : ০৬:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট আধুনিক নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিটটির উদ্বোধন করেন।

মাত্র সাত দিনের মধ্যে এই ইউনিটের নির্মাণ কাজ সম্পন্ন করে চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা প্রশাসক নিজেই। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কার্যক্রম শুরু হওয়ায় জেলাবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি ও প্রশংসার সঞ্চার হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জের সিভিল সার্জন, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এই আইসিইউ ইউনিটটি নবজাতকদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য খাতে এটি নারায়ণগঞ্জের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।”

নারায়ণগঞ্জের সিভিল সার্জন জানান, “এই ইউনিট চালুর ফলে এখন থেকে গুরুতর অসুস্থ নবজাতকদের চিকিৎসার জন্য রাজধানীতে ছুটতে হবে না। এতে সময় ও খরচ—দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগও বাড়বে।”

স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগণ ও চিকিৎসা সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন