ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
  • আপলোড সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২৬৭ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে নাকাল ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। লিফট ব্যবহার করতে না পারায় প্রতিদিনই তাদের পড়তে হচ্ছিল দমবন্ধ পরিস্থিতির মুখে। অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটিয়ে লিফটে ফ্যান স্থাপন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো শাহরিয়ার হোসেন.

সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুরে শহীদ সাজিদ ভবনের লিফটে এই ফ্যান স্থাপন করা হয়। পুরো কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নে মূল ভূমিকা রাখেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগে নীরব দর্শক হতে পারি না। তাদের কষ্ট দেখে এগিয়ে আসা আমাদের দায়িত্ব বলেই মনে করি। এই ছোট উদ্যোগ যদি কিছুটা স্বস্তি এনে দেয়, সেটাই আমাদের সার্থকতা।”

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়—মানবিক কাজে অংশ নেওয়াই আমাদের আদর্শ।”

পুরো উদ্যোগটির কৌশল নির্ধারণ ও দিকনির্দেশনায় ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটু বেশি স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেন। রাজনীতির মূল উদ্দেশ্যই হওয়া উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”

এদিকে, এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী আমির হোসেন বলেন, “প্রচণ্ড গরমে লিফটে উঠা সত্যিই কষ্টকর ছিল। এখন অন্তত কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। এর জন্য আমরা ছাত্রদলকে ধন্যবাদ জানাই।”

ছাত্রদল নেতারা জানান, ভবিষ্যতে অন্যান্য ভবনের লিফটেও এ ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

আপলোড সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

দীর্ঘদিন ধরে শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে নাকাল ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। লিফট ব্যবহার করতে না পারায় প্রতিদিনই তাদের পড়তে হচ্ছিল দমবন্ধ পরিস্থিতির মুখে। অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটিয়ে লিফটে ফ্যান স্থাপন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো শাহরিয়ার হোসেন.

সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুরে শহীদ সাজিদ ভবনের লিফটে এই ফ্যান স্থাপন করা হয়। পুরো কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নে মূল ভূমিকা রাখেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগে নীরব দর্শক হতে পারি না। তাদের কষ্ট দেখে এগিয়ে আসা আমাদের দায়িত্ব বলেই মনে করি। এই ছোট উদ্যোগ যদি কিছুটা স্বস্তি এনে দেয়, সেটাই আমাদের সার্থকতা।”

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়—মানবিক কাজে অংশ নেওয়াই আমাদের আদর্শ।”

পুরো উদ্যোগটির কৌশল নির্ধারণ ও দিকনির্দেশনায় ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটু বেশি স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেন। রাজনীতির মূল উদ্দেশ্যই হওয়া উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”

এদিকে, এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী আমির হোসেন বলেন, “প্রচণ্ড গরমে লিফটে উঠা সত্যিই কষ্টকর ছিল। এখন অন্তত কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। এর জন্য আমরা ছাত্রদলকে ধন্যবাদ জানাই।”

ছাত্রদল নেতারা জানান, ভবিষ্যতে অন্যান্য ভবনের লিফটেও এ ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন