ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার হয়রানি ঠেকাতে ডিএমপির হ্যালো সিটি অ্যাপ

রনি মজুমদার
রনি মজুমদার
  • আপলোড সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ৩১১ বার পড়া হয়েছে

ক্যাম্পাসের চেনা মুখ নাদিয়া আর রাহাত—একসময় দুজনের সম্পর্ক নিয়ে বন্ধুমহলে আলোচনার শেষ ছিল না। প্রেমের পর ভাঙন, আর সেই ভাঙনেই জীবনে নেমে এল নাদিয়ার দুঃস্বপ্ন। রাহাত প্রতিশোধের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দিল নাদিয়ার ব্যক্তিগত ছবি আর ভিডিও। বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজন—সবাই দেখল সেই ছবি। অপমান, মানসিক যন্ত্রণা আর লজ্জার ভারে নাদিয়া ভেবেছিলেন, বাঁচার চেয়ে মরে যাওয়াই সহজ।
নাদিয়ার মতো আরও কত শত তরুণ-তরুণী প্রতিদিন এমন ডিজিটাল হয়রানির শিকার হচ্ছেন, তার সঠিক সংখ্যা বলা কঠিন। তবে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চালু করেছে হ্যালো সিটি অ্যাপ—যার মাধ্যমে খুব সহজে, দ্রুত ও পরিচয় গোপন রেখে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানো যায়।
কোথায় অভিযোগ করবেন
সাইবার হয়রানির শিকার হলে প্রথমেই ভয় বা লজ্জায় চুপ না থেকে অভিযোগ করুন—
থানায় সরাসরি:
নিকটস্থ থানায় গিয়ে লিখিত অভিযোগ দিন। ঘটনার বিস্তারিত বর্ণনা, স্ক্রিনশট, ভিডিও লিংক—যা কিছু প্রমাণ আছে, সঙ্গে রাখুন।
ই-মেইল:
ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে সরাসরি মেইল করতে পারেন
ই-মেইল: cyberhelp@dmp.gov.bd
মেইলে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ঘটনার তারিখ, বিবরণ এবং প্রমাণ হিসেবে ছবি বা লিংক যুক্ত করুন।
হ্যালো সিটি অ্যাপ:
পরিচয় গোপন রাখতে চাইলে Hello CT বা Hello City DMP অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করুন।
অ্যাপে ঢুকে Report Crime অপশন বেছে নিয়ে অভিযোগের ধরন বাছাই করুন, বিস্তারিত লিখুন, প্রয়োজনে ছবি/ভিডিও সংযুক্ত করুন এবং পরিচয় গোপনের অপশন চালু রেখে সাবমিট করুন।
অভিযোগ যাচাই শেষে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
বিশেষজ্ঞ মতামত
সাইবার অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজা হক বলেন, ‘‘অনলাইনে ব্যক্তিগত ছবি ফাঁস বা ফেক আইডি খুলে হয়রানি বর্তমানে সবচেয়ে দ্রুত বেড়ে যাওয়া অপরাধগুলোর একটি। ভুক্তভোগীরা ভয় পেয়ে চুপ থাকেন বলেই দোষীরা বারবার একই কাজ করতে সাহস পায়। অথচ ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশের প্রচলিত আইনে এ ধরনের অপরাধের জন্য যথেষ্ট শাস্তির ব্যবস্থা আছে। সমাজের মানসিকতা বদলাতে হবে—এটা ভুক্তভোগীর লজ্জা নয়, অপরাধীর লজ্জা।’’
ডিএমপি কর্মকর্তাদের পরামর্শ
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, ‘‘হ্যালো সিটি অ্যাপ চালুর মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষ যাতে সহজে, দ্রুত এবং পরিচয় গোপন রেখে অভিযোগ করতে পারেন। অনেকেই থানায় যেতে দ্বিধা বোধ করেন, পরিবার বা সমাজের ভয়ে চুপ থাকেন। হ্যালো সিটি অ্যাপ এই মানসিক বাঁধা ভাঙতে সাহায্য করবে।’’
কীভাবে নিরাপদ থাকবেন
অচেনা বা সন্দেহজনক ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা
প্রোফাইলের গোপনীয়তা সেটিংস শক্ত রাখা
ব্যক্তিগত ছবি/ভিডিও শুধুমাত্র বিশ্বস্ত মানুষের সাথেই শেয়ার করা
সন্দেহজনক লিংকে ক্লিক না করা
প্ররোচনায় অন্তরঙ্গ ছবি/ভিডিও তৈরি না করা
তথ্যসূত্র
ঢাকা মহানগর পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.dmp.gov.bd)
হ্যালো সিটি অ্যাপ: Google Play Store (খুঁজুন: Hello CT বা Hello City DMP)
সরাসরি যোগাযোগ: Cyber Crime Unit, ডিএমপি হেডকোয়ার্টার, ঢাকা
ই-মেইল: cyberhelp@dmp.gov.bd,
একটু সচেতনতা, সাহস আর প্রযুক্তির সঠিক ব্যবহার—এই তিনেই রক্ষা পেতে পারেন আপনি। হয়রানিকারী যতই হুমকি দিক, ভয় পাবেন না। অভিযোগ করুন, প্রমাণ সংরক্ষণ করুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন। মনে রাখুন, ভুক্তভোগীর চুপ থাকা অপরাধীকে শক্তি জোগায়, আর প্রতিবাদই তাকে আইনের হাতে তুলে দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাইবার হয়রানি ঠেকাতে ডিএমপির হ্যালো সিটি অ্যাপ

আপলোড সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ক্যাম্পাসের চেনা মুখ নাদিয়া আর রাহাত—একসময় দুজনের সম্পর্ক নিয়ে বন্ধুমহলে আলোচনার শেষ ছিল না। প্রেমের পর ভাঙন, আর সেই ভাঙনেই জীবনে নেমে এল নাদিয়ার দুঃস্বপ্ন। রাহাত প্রতিশোধের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দিল নাদিয়ার ব্যক্তিগত ছবি আর ভিডিও। বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজন—সবাই দেখল সেই ছবি। অপমান, মানসিক যন্ত্রণা আর লজ্জার ভারে নাদিয়া ভেবেছিলেন, বাঁচার চেয়ে মরে যাওয়াই সহজ।
নাদিয়ার মতো আরও কত শত তরুণ-তরুণী প্রতিদিন এমন ডিজিটাল হয়রানির শিকার হচ্ছেন, তার সঠিক সংখ্যা বলা কঠিন। তবে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চালু করেছে হ্যালো সিটি অ্যাপ—যার মাধ্যমে খুব সহজে, দ্রুত ও পরিচয় গোপন রেখে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানো যায়।
কোথায় অভিযোগ করবেন
সাইবার হয়রানির শিকার হলে প্রথমেই ভয় বা লজ্জায় চুপ না থেকে অভিযোগ করুন—
থানায় সরাসরি:
নিকটস্থ থানায় গিয়ে লিখিত অভিযোগ দিন। ঘটনার বিস্তারিত বর্ণনা, স্ক্রিনশট, ভিডিও লিংক—যা কিছু প্রমাণ আছে, সঙ্গে রাখুন।
ই-মেইল:
ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে সরাসরি মেইল করতে পারেন
ই-মেইল: cyberhelp@dmp.gov.bd
মেইলে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ঘটনার তারিখ, বিবরণ এবং প্রমাণ হিসেবে ছবি বা লিংক যুক্ত করুন।
হ্যালো সিটি অ্যাপ:
পরিচয় গোপন রাখতে চাইলে Hello CT বা Hello City DMP অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করুন।
অ্যাপে ঢুকে Report Crime অপশন বেছে নিয়ে অভিযোগের ধরন বাছাই করুন, বিস্তারিত লিখুন, প্রয়োজনে ছবি/ভিডিও সংযুক্ত করুন এবং পরিচয় গোপনের অপশন চালু রেখে সাবমিট করুন।
অভিযোগ যাচাই শেষে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
বিশেষজ্ঞ মতামত
সাইবার অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজা হক বলেন, ‘‘অনলাইনে ব্যক্তিগত ছবি ফাঁস বা ফেক আইডি খুলে হয়রানি বর্তমানে সবচেয়ে দ্রুত বেড়ে যাওয়া অপরাধগুলোর একটি। ভুক্তভোগীরা ভয় পেয়ে চুপ থাকেন বলেই দোষীরা বারবার একই কাজ করতে সাহস পায়। অথচ ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশের প্রচলিত আইনে এ ধরনের অপরাধের জন্য যথেষ্ট শাস্তির ব্যবস্থা আছে। সমাজের মানসিকতা বদলাতে হবে—এটা ভুক্তভোগীর লজ্জা নয়, অপরাধীর লজ্জা।’’
ডিএমপি কর্মকর্তাদের পরামর্শ
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, ‘‘হ্যালো সিটি অ্যাপ চালুর মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষ যাতে সহজে, দ্রুত এবং পরিচয় গোপন রেখে অভিযোগ করতে পারেন। অনেকেই থানায় যেতে দ্বিধা বোধ করেন, পরিবার বা সমাজের ভয়ে চুপ থাকেন। হ্যালো সিটি অ্যাপ এই মানসিক বাঁধা ভাঙতে সাহায্য করবে।’’
কীভাবে নিরাপদ থাকবেন
অচেনা বা সন্দেহজনক ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা
প্রোফাইলের গোপনীয়তা সেটিংস শক্ত রাখা
ব্যক্তিগত ছবি/ভিডিও শুধুমাত্র বিশ্বস্ত মানুষের সাথেই শেয়ার করা
সন্দেহজনক লিংকে ক্লিক না করা
প্ররোচনায় অন্তরঙ্গ ছবি/ভিডিও তৈরি না করা
তথ্যসূত্র
ঢাকা মহানগর পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.dmp.gov.bd)
হ্যালো সিটি অ্যাপ: Google Play Store (খুঁজুন: Hello CT বা Hello City DMP)
সরাসরি যোগাযোগ: Cyber Crime Unit, ডিএমপি হেডকোয়ার্টার, ঢাকা
ই-মেইল: cyberhelp@dmp.gov.bd,
একটু সচেতনতা, সাহস আর প্রযুক্তির সঠিক ব্যবহার—এই তিনেই রক্ষা পেতে পারেন আপনি। হয়রানিকারী যতই হুমকি দিক, ভয় পাবেন না। অভিযোগ করুন, প্রমাণ সংরক্ষণ করুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন। মনে রাখুন, ভুক্তভোগীর চুপ থাকা অপরাধীকে শক্তি জোগায়, আর প্রতিবাদই তাকে আইনের হাতে তুলে দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন