ছাত্রদল নেতা আবু বকরের উদ্যোগে জবি ছাত্রী হলে মেডিকেল সেবা চালুর উদ্যোগ
- আপলোড সময় : ০৭:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ২৪৯ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীতে মেডিকেল কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে ‘শহিদ সাজিদ মেডি এইড, জবি’। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী–সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দীনের মাধ্যমে হলের প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরার কাছে আবেদনপত্র জমা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও জবি জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান।
আবেদনে বলা হয়, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। জবি শিক্ষার্থীদের জন্য উন্নত ও সুসংগঠিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে একটি মেডিকেল সেন্টার চালু করা জরুরি। প্রস্তাবিত কার্যক্রমের মধ্যে রয়েছে—দ্রুত মেডিকেল সেন্টার চালু করে প্রয়োজনীয় সরঞ্জাম ও মৌলিক ওষুধ সরবরাহ; হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাকসিন ও রোগের টিকা প্রদান; স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন (যার প্রতিটি প্যাডের ২০ শতাংশ খরচ সংগঠন বহন করবে); নারী বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প; সুনামধন্য ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়ে পরীক্ষা-নিরীক্ষা; স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা ও সেমিনার আয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, হলে অবস্থানরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অনুমতি দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “সবার জন্য স্বাস্থ্যসেবা ও সার্বজনীন চিকিৎসা” কর্মসূচির অংশ হিসেবে উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হবে।
এ বিষয়ে আবু বকর খান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে কোনো জরুরি স্বাস্থ্যসেবা নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন উদাসীন। আমরা হলে অবস্থানরত নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। অনুমতি পেলে কার্যক্রম শুরু করব।’
হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা বলেন, ‘আবেদনটি আমার কার্যালয়ে পৌঁছেছে। মেডিকেল সেন্টারের প্রয়োজন হলে এবং প্রশাসন মনে করলে অবশ্যই চালু করা হবে। তারা যুক্ত হতে চাইলে এবং কাজ করতে আগ্রহী হলে অনুমতি দেওয়া হবে। প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।’