ডেমরায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী ও তার মাকে মারধর : থানায় মামলা

- আপলোড সময় : ১১:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৫৮ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার মামাকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় দোকানে ভাঙচুর চালিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং ক্যাশবাক্স থেকে নগদ অর্থ লুটের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী শাহ আলম (৪৩) চারজনের নাম উল্লেখসহ তিনজনকে অজ্ঞাত করে একটি মামলা করেন। আসামিরা হলেন—মনজু মাতবর (৪৮), তার দুই ছেলে হামিম (২৭) ও ইমতিয়াজ (২২), এবং স্ত্রী জুলি আক্তার (৪৫)। সবাই ডেমরার পাইটি পশ্চিমপাড়ার বাসিন্দা।
জানা যায়, শাহ আলম পাইটি ওয়াসা মোড়ের মডেল স্কুলসংলগ্ন এলাকায় একটি ভ্যারাইটিজ স্টোর চালান। দোকানের নিয়মিত ক্রেতা মনজু মাতবরের পরিবারের কাছে ৭ হাজার টাকা পাওনা ছিলেন। গত ১০ সেপ্টেম্বর রাতে মনজুর স্ত্রী জুলি আক্তারের কাছে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর মনজু মাতবর, তার স্ত্রী-সন্তানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে শাহ আলম ও তার মামা রমজান আলীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শাহ আলমের ডান হাত ভেঙে যায় এবং রমজানের বুকের ডান পাশে ছিদ্র হয়ে গুরুতর জখম হন। হামলাকারীরা দোকানে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি ও ক্যাশবাক্স থেকে তিন লাখ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ডেমরা থানার ওসি ( তদন্ত) মোহাম্মদ মুরাদ হাসান বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে তারা পলাতক রয়েছে। মামলার তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে।