ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ জবিতে ছাত্রদলের মিছিল

রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
  • আপলোড সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এর বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের’ প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের একাংশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও মেহেদী হাসান আখন। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, “সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ভাইয়ের বিরুদ্ধে যে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রিয় ছাত্রনেতাকে বিতর্কিত করার চেষ্টা কখনো সফল হবে না।”

অন্য যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন বলেন, “আমানউল্লাহ আমান ভাইয়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে লক্ষ্য করেই অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদলের কোনো নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তার জবাব গণতান্ত্রিক উপায়ে দেওয়া হবে। সত্য ও সংগঠনের শক্তি দিয়ে আমরা সব ধরনের অপপ্রচারের মোকাবিলা করব।”

মিছিল শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আমানউল্লাহ আমানের পক্ষে স্লোগান দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ জবিতে ছাত্রদলের মিছিল

আপলোড সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এর বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের’ প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের একাংশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও মেহেদী হাসান আখন। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, “সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ভাইয়ের বিরুদ্ধে যে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রিয় ছাত্রনেতাকে বিতর্কিত করার চেষ্টা কখনো সফল হবে না।”

অন্য যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন বলেন, “আমানউল্লাহ আমান ভাইয়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে লক্ষ্য করেই অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদলের কোনো নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তার জবাব গণতান্ত্রিক উপায়ে দেওয়া হবে। সত্য ও সংগঠনের শক্তি দিয়ে আমরা সব ধরনের অপপ্রচারের মোকাবিলা করব।”

মিছিল শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আমানউল্লাহ আমানের পক্ষে স্লোগান দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন