শিরোনাম :
৫ দিনের মাথায় আবারও বদলি! নোয়াখালীর ডিসি পরিবর্তনে জেলায় চাঞ্চল্য
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
- আপলোড সময় : ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২০৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর প্রশাসনে ফের ঝড়-মাত্র ৫ দিনের ব্যবধানে আবারও বদল হলো জেলা প্রশাসক (ডিসি)। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ শফিকুল ইসলাম, যিনি এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ নভেম্বর রাতেই এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে।
এর আগে ৮ নভেম্বর বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র কয়েক দিনের মাথায় সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হলো।
হঠাৎ এই রদবদলে নোয়াখালীর প্রশাসনিক অঙ্গনে দেখা দিয়েছে নানা আলোচনা। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গন—সবখানেই প্রশ্ন, “টানা বদলির কারণ কী?”
নতুন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম খুব শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

















