ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের নজরুল ইসলাম আজাদ বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জ-২ আসনে মনোনীত হয়েছি।

তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে, এখানে আমি মনোনীত হয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।’

নজরুল ইসলাম আজাদ বলেন, নির্বাচিত হলে আমি আড়াইহাজার উপজেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব। তিনি বলেন, ‘এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকের প্রণোদনা বৃদ্ধিসহ সুযোগ সুবিধা বাড়ানো হবে।’

তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কারণে আমি নজরুল ইসলাম আজাদ এ অবস্থায় এসেছি। দয়া করে আগে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেই সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ

আপলোড সময় : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের নজরুল ইসলাম আজাদ বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জ-২ আসনে মনোনীত হয়েছি।

তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে, এখানে আমি মনোনীত হয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।’

নজরুল ইসলাম আজাদ বলেন, নির্বাচিত হলে আমি আড়াইহাজার উপজেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব। তিনি বলেন, ‘এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকের প্রণোদনা বৃদ্ধিসহ সুযোগ সুবিধা বাড়ানো হবে।’

তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কারণে আমি নজরুল ইসলাম আজাদ এ অবস্থায় এসেছি। দয়া করে আগে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেই সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন