মনোনয়ন পত্র জমা দিলেন নজরুল ইসলাম বাবু
- আপলোড সময় : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৩২৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের বর্তমান এমপি এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে টানা চতুর্তবারের মতো মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ বরাবরে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহষ্পতিবার সকালে তিনি দলীয় নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেনজীর আহাম্মেদ, সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলী, মাহবুবুর রহমান রোমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান আমানউল্লাহ আমান, সাবেক চেয়ারম্যান সাইজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জামান সহ অন্যান্য নেতা-কর্মীরা ।
সহকারী রিটার্নিং অফিসার ও আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, যে কোন প্রার্থী জেলা রিটানিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যে কোন একজনের কাছে তার মনোনয়নপত্র জমা দিতে পারেন।