ডেমরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম
- আপলোড সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৪১১ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-০৫ আসনের প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবীর পক্ষে ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে ডেমরা এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেছে ৬৯ নং ওয়ার্ডের সভাপতি ও ডেমরা থানার সাবেক যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় ডেমরা স্টাফ কোয়ার্টার অফিসার ক্লাব,জুট মিল ও আশেপাশের এলাকাগুলোতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাই,সিনিয়র সহ-সভাপতি ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ,,বিএনপি নেতা আঃ আওয়াল,আবু সাঈদ,ছাত্রদল নেতা ওয়াহেদ শাওনাসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন ঢাকা মহানগর দক্ষিণ ৬৯ নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম রফিক।