কেরানীগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল
- আপলোড সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ৮৫২ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় বিএনপিরও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি রাজেন্দ্রপুরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ঢাকা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় তারা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত তাই তাকে বহাল রেখে দেশের সংস্কার করা সম্ভব না। তাকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ না করলে জাতীয়াতাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন দেশবাসীকে সাথে নিয়ে আবারও কঠোর আন্দোলন শুরু করবে।