শেখ মনির জন্মদিন উপলক্ষে যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল
- আপলোড সময় : ১০:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৪১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) মানিকদিয়া ধার্মিকপাড়ার
গ্রীন প্লেস রিসোর্টে ঢাকা -০৫ আসনের যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৬৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক এস. এম. সোহেলের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা -০৫ আসনের যুবলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা – হারুন অর রশীদ – সহ সভাপতি, সৈয়দ আহমেদ – সহ সভাপতি, ওমর শরিফ পলাশ – শিল্প ও বানিজ্য সম্পাদক, সদস্য, এস কে চাঁদ, সদস্য, আবুল হাসনাত রতন, সদস্য, এনায়েত, সদস্য, আব্দুল মান্নান, কেন্দ্রীয় যুবলীগ এর কার্যনির্বাহি সদস্য, এ বি এম আরিফ হোসেন, ৬৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন সহ ঢাকা -০৫ আসনের ১৪ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি -সাধারণ সম্পাদকসহ অন্যন্য নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় দক্ষিণ যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যুব সমাজকে নেতৃত্ব শিখিয়েছেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি। আজ এই দিনে আমরা শহীদ শেখ ফজলুল হক মনি ও আরজু মনি সহ ১৯৭৫ই ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, শেখ মনি উপলব্ধি করতেন একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়বিচারসম্পন্ন জাতিরাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বের কোনো বিকল্প নাই। ঠিক একইভাবে শেখ মনির উত্তরসূরি হিসাবে আমরা আজকের যুবলীগ মনে করি, একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উন্নয়নশীল ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।প্রায় ৩ শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।