ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় খানপুর হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রনি মজুমদার
রনি মজুমদার
  • আপলোড সময় : ১২:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৩১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৫:
“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। হাসপাতালটিকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট সার্জন, কনসালটেন্টসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক নতুন নির্মিত ভবন পরিদর্শন করেন এবং দ্রুত সেখানে হাসপাতালের কার্যক্রম স্থানান্তরের পরামর্শ দেন।

তিনি পরিদর্শনের সময় লক্ষ্য করেন, নার্সদের জন্য নির্মিত নতুন ভবনের কাজ অসমাপ্ত থাকায় সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে মাদকাসক্তদের আস্তানা গড়ে উঠেছে। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন তিনি। পাশাপাশি ডাক্তারদের ও আনসার সদস্যদের আবাসন সুবিধার ঘাটতি চিহ্নিত করে, আনসার সদস্যদের জন্য পৃথক আবাসন ভবন নির্মাণের অঙ্গীকার করেন জেলা প্রশাসক।

রোগীদের চলাচলে সহায়তার জন্য হাসপাতালের হুইলচেয়ারের সংকট দূর করতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ৫টি হুইলচেয়ার সরবরাহ করেন। এতে রোগীরা দ্রুত ও সহজে চিকিৎসা সেবা গ্রহণে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে দেখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “হাসপাতালকে সবসময় পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখতে হবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, “সেবাগ্রহীতাদের জন্য মানবিক, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। খানপুর হাসপাতালকে একটি আধুনিক, সুগঠিত ও যুগোপযোগী স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

তিনি আশা প্রকাশ করেন, “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যখাতে একটি গুণগত পরিবর্তন সূচিত হবে এবং নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মানবিক নগরীতে পরিণত করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় খানপুর হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপলোড সময় : ১২:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৫:
“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। হাসপাতালটিকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট সার্জন, কনসালটেন্টসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক নতুন নির্মিত ভবন পরিদর্শন করেন এবং দ্রুত সেখানে হাসপাতালের কার্যক্রম স্থানান্তরের পরামর্শ দেন।

তিনি পরিদর্শনের সময় লক্ষ্য করেন, নার্সদের জন্য নির্মিত নতুন ভবনের কাজ অসমাপ্ত থাকায় সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে মাদকাসক্তদের আস্তানা গড়ে উঠেছে। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন তিনি। পাশাপাশি ডাক্তারদের ও আনসার সদস্যদের আবাসন সুবিধার ঘাটতি চিহ্নিত করে, আনসার সদস্যদের জন্য পৃথক আবাসন ভবন নির্মাণের অঙ্গীকার করেন জেলা প্রশাসক।

রোগীদের চলাচলে সহায়তার জন্য হাসপাতালের হুইলচেয়ারের সংকট দূর করতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ৫টি হুইলচেয়ার সরবরাহ করেন। এতে রোগীরা দ্রুত ও সহজে চিকিৎসা সেবা গ্রহণে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে দেখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “হাসপাতালকে সবসময় পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখতে হবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, “সেবাগ্রহীতাদের জন্য মানবিক, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। খানপুর হাসপাতালকে একটি আধুনিক, সুগঠিত ও যুগোপযোগী স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

তিনি আশা প্রকাশ করেন, “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যখাতে একটি গুণগত পরিবর্তন সূচিত হবে এবং নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মানবিক নগরীতে পরিণত করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন