রাজনীতির ময়দানে নতুন সমীকরণ—নোয়াখালীতে এনসিপির জেলা কমিটি অনুমোদিত
- আপলোড সময় : ১১:২১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ২১৮ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্মারক নং এনসিপি/কেন্দ্র/জে.আ.ক./২০২৫-২০২৬/৩০ এর আলোকে গত ১৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে এই কমিটি গঠন ও অনুমোদন প্রদান করা হয়।
আগামী ছয় (০৬) মাসের জন্য অনুমোদিত এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসাইন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, আশরাফুল আজিম বাপ্পী ও এডভোকেট মোহাম্মদ ফারুক। যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন, কাজী মাঈন উদ্দিন তানভীর, অধ্যাপক ড. মো. আবু নাছের, মো. হানিফ, তানভীরুল হক, ওয়ারেন্ট অফিসার (অব.) সাহেদ উদ্দিন, মো. সোয়াইফ উদ্দিন (শামীম), গোলাম কিবরিয়া, মো. সেলিম খান মুকুল, মো. রাশেদুল ইসলাম, মো. ফয়সাল, মো. আতিক হাসান, ডা. আবু মোহাম্মদ কায়েস।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, এডভোকেট জাকির হোসেন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আব্দুল আউয়াল চৌধুরি তারেক ও আবু সুফিয়ান।
যুগ্ম সদস্যসচিব মো. মামুন হোসেন, মো. সামসুদ্দিন লিটন, ওয়াহেদ উদ্দিন মাহামুদ মুকুল, ইউসুফ আলী চৌধুরী, মো. খোরশেদ আলম, ইখতার হোসেন (আয়াত), জামাল হোসেন আনোয়ার, শান্ত ভূঁইয়া, নাজমুল হাসান তানভির, আবু হাসনাত মো. নোমান, রিতা বিনতে আলমগীর।
সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন তুহিন, আশরাফ উদ্দিন আসিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন নায়েক, মোহাম্মদ আতিক (হাসান), তৌহিদুল ইসলাম বাবু, আব্দুল্লাহ আল মামুন, মো. ইমরান হোসেন, এনামুল হক, মো. কামরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রিন্স। কোষাধ্যক্ষ ওসমান গণি।
এছাড়াও সদস্য পদে রয়েছেন, মোহাম্মদ দুলাল উদ্দিন, নেহাল হোসাইন, মোহাম্মদ মামুন, কাজি মামুনুর রশিদ, সামিন ইয়াসার, বিবি ফাতেমা, ফারহানা আক্তার, মো. আবদুল হাকিম, ফয়সাল আহম্মেদ নূর, মাহবুবুর রহমান, কামরুন নাহার মুন্নি, মো. দুলাল উদ্দিন, ওসামান গণি পাভেল, পিংকি আক্তার, রোকসানা আক্তার, রাকিবুল ইসলাম, হায়দার আলী, রবিউল ইসলাম, আরাফাত হোসেন, সাইদুর রহমান নিলয়, রিয়াদুল ইসলাম, মোজাম্মেল হোসেন, মঞ্জুরুল ইসলাম।
এনসিপি নেতারা জানান, এই কমিটি নোয়াখালীতে নাগরিক অধিকার, সুশাসন ও গণতান্ত্রিক রাজনীতির বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। নতুন কমিটি ঘোষণার পর থেকেই নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং দলের সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত পত্রে এই জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদ নির্বাচন কে সমানে রেখে এই নতুন কমিটি নোয়াখালীতে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে এবং আসন্ন সময়ে দলীয় কার্যক্রমে নতুন গতি আনবে।






















