খানসামায় ৩৯ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
- আপলোড সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ৩৯৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে বিনামূল্যে ৩৯ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে উপজেলার জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা ছওয়াব’র অর্থায়নে এসব টিউবওয়েল তুলে দেন অসহায় পরিবার গুলোর মাঝে এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য এবং জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ্ নিপুন।
এসময় আরও উপস্থিত ছিলেন ছওয়াবের প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুজ্জামান, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ আইনুল হক, ইউপি সদস্য রশিদুল ইসলাম ও আবু খায়ের, ছওয়াব এর স্বেচ্ছাসেবী আঃ জব্বার, লাবু ইসলাম, আপেল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন।
ছওয়াবের প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলার প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবীদের নিয়ে ঘুরে ঘুরে সঠিক ব্যক্তি, পরিবার ও স্থান নির্বাচন করে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নলকূপ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান এবং এর প্লাটফর্ম তৈরী করা দেয়া হবে। ছওয়াবের মূল উদ্দেশ্য হল দুস্থ পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে পথচারীদের জন্য নলকূপ স্থাপন করা। যাতে তৃণমূল পর্যায়ের এসব সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে।