ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ নয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ৫৭৭ বার পড়া হয়েছে

মামলায় গ্রেপ্তারের আতঙ্কে থাকা আসামির আগাম জামিনের জন্য আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট।
রোববার (২৭ আগস্ট) আপিল বিভাগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকায় মোহাম্মদপুরের শাহজাহান রোডে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। মামলার আসামি সৈয়দ আশফাক ও তার স্ত্রীকে হাইকোর্টে দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করেছে আপিল বিভাগ। একই সাথে আসামিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে যে জামিন নিয়েছিলো, তাও বাতিল করে দেন আদালত। পরে তাদের ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এর আগে গত ৪ আগস্ট শাহজাহান রোডের একটি ভবনের আট তলা থেকে পড়ে আহত হন এক শিশু গৃহকর্মী। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নেওয়া হয়। এ ঘটনার দুদিন পর শিশুর মা গৃহকর্তা সৈয়দ-আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা আক্তার শিল্পী নামে অন্য একজনকে আসামি করে মামলা করেন।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা জানান, নির্যাতনের শিকার শিশুটির মা অভিযোগ করেছেন, পরিবারের সঙ্গে তাদের মেয়েকে দেখা করতে দিতো না ও নিয়মিত খেতে দেওয়া হতো না। শিশুটি বাসা থেকে চলে যেতে না পেরে লাফিয়ে পালাতে চেয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ নয়

আপলোড সময় : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

মামলায় গ্রেপ্তারের আতঙ্কে থাকা আসামির আগাম জামিনের জন্য আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট।
রোববার (২৭ আগস্ট) আপিল বিভাগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকায় মোহাম্মদপুরের শাহজাহান রোডে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। মামলার আসামি সৈয়দ আশফাক ও তার স্ত্রীকে হাইকোর্টে দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করেছে আপিল বিভাগ। একই সাথে আসামিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে যে জামিন নিয়েছিলো, তাও বাতিল করে দেন আদালত। পরে তাদের ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এর আগে গত ৪ আগস্ট শাহজাহান রোডের একটি ভবনের আট তলা থেকে পড়ে আহত হন এক শিশু গৃহকর্মী। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নেওয়া হয়। এ ঘটনার দুদিন পর শিশুর মা গৃহকর্তা সৈয়দ-আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা আক্তার শিল্পী নামে অন্য একজনকে আসামি করে মামলা করেন।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা জানান, নির্যাতনের শিকার শিশুটির মা অভিযোগ করেছেন, পরিবারের সঙ্গে তাদের মেয়েকে দেখা করতে দিতো না ও নিয়মিত খেতে দেওয়া হতো না। শিশুটি বাসা থেকে চলে যেতে না পেরে লাফিয়ে পালাতে চেয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন