নোয়াখালীর সোনাইমুড়ীতে বীর মুক্তিযোদ্ধার লেখা “আমার স্মৃতি আমার কথা” বইয়ের মোড়ক উম্মোচন
- আপলোড সময় : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৩২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার লেখা সাহিত্যানুরাগী সুহৃদ মহলের আয়োজনে “আমার স্মৃতি আমার কথা” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। গত শনিবার( ৯ সেপ্টেম্বর ) বিকেলে
সোনাইমুড়ী অন্ধকল্যাণ আই হসপিটালের মিলনায়তনে এক উৎস বমুখর মনোরম পরিবেশে বইটির মোড়ক উম্মোচন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ আল কোরান ও গীতা থেকে পাঠ শেষে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা পর্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রীত অতিথিবৃন্দকে সন্মাননা উত্তরীয় পরিধান এবং লেখককে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
নোয়াখালী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযুদ্ধের সংগঠক কাজী মোহাম্মদ রফিক উল্যাহর সভাপতিত্বে ও বজরা ছনগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড.মোহাম্মদ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মিলন, অতিরিক্ত সচিব (অবঃ) আতাউর রহমান, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, অন্ধকল্যাণ আই হসফিটালের বিশেষজ্ঞ ডাক্তার ইনচার্জ ডাঃ আলতাফ হোসেন শরীফ, হাতিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুল হক, অন্ধকল্যাণ আই হসফিটাল পরিচালনা পর্ষদের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম বাকের, চৌমুহনী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বসার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , মুক্তিযুদ্ধের সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা মিঞা মোহাম্মদ শাহজাহান, ব্রাহ্মনবাড়িয়া কসবা টি আলী কলেজের অধ্যক্ষ তাফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোজামেল হোসেন মিলন, লেখক ফখরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমিশনার আবদুল মান্নান, সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ একে এম সফিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন বাঙালী, সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মনীন্দ্র কুমার মজুমদার, ভুলুয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাবু বিনোদ বিহারী দেবনাথ, চৌমুহনী কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিন, চাটখিল কলেজের সাবেক ভিপি এম এ আউয়াল, লেখক সাংবাদিক ফারুক আল ফয়সাল, সমাজ সংগঠক আবদুস ছাত্তার, কবি মাছুম বিল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা আবুল বসার, সাংবাদিক মিজানুর রহমান, শিক্ষক শাহদাত হোসেন রিকাউন, লেখক মহিউদ্দিন প্রমুখ।