ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক : ব্যারিস্টার খোকন

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
  • আপলোড সময় : ১২:০০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ২৫৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক। বর্তমান ইউনূস সরকারের প্রতি ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির সমর্থন রয়েছে।

শনিবার বিকেলে (১৬ নভেম্বর) চাটখিল কামিল মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমলাতন্ত্রের মধ্যে এখনও আওয়ামী লীগের কিছু লোক রয়েছে, যে কারণে এখনও নির্বাচনের কোনো প্রস্তুতি শুরু হয়নি। তাদের উৎখাত করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে চাটখিল উপজেলায় বিএনপির অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এসবের বিচার করতে হবে।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,এ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম,উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

এছাড়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক : ব্যারিস্টার খোকন

আপলোড সময় : ১২:০০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক। বর্তমান ইউনূস সরকারের প্রতি ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির সমর্থন রয়েছে।

শনিবার বিকেলে (১৬ নভেম্বর) চাটখিল কামিল মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমলাতন্ত্রের মধ্যে এখনও আওয়ামী লীগের কিছু লোক রয়েছে, যে কারণে এখনও নির্বাচনের কোনো প্রস্তুতি শুরু হয়নি। তাদের উৎখাত করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে চাটখিল উপজেলায় বিএনপির অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এসবের বিচার করতে হবে।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,এ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম,উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

এছাড়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন