রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি গ্রেপ্তার
- আপলোড সময় : ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৮৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ জর্জ মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মিন্টু রোডের গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্বাচল জয়বাংলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি পদ প্রত্যাশী আবু মোহাম্মদ মাসুম। গ্রেপ্তার মোহাম্মদ জর্জ মিয়া উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবের বাজার এলাকায় মৃত রইজ উদ্দিনের ছেলে।
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, পূর্বাচল জয়বাংলা চত্বর এলাকায় দলীয় একটি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ জর্জ মিয়াকে ঢাকা মিন্টু রোডের ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। জর্জ মিয়ার নামে দলীয় যেসব মামলা চলমান সেগুলোর জামিনে ছিল সে। অথচ তাকে কোন প্রকার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আমাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে একদফা দাবী আদায়ের আন্দোলনকে ভণ্ডুল করতে চাচ্ছে আওয়ামীলীগ। এসব গ্রেপ্তার হামলা মামলা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না এই অবৈধ সরকার। অনতিবিলম্বে জর্জ মিয়াসহ দলীয় সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
এবিষয়ে রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, গ্রেপ্তারের বিষয়ে আমাদের জানা নাই।