ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৮৫ বার পড়া হয়েছে

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন মা ফ্যাশন নামের পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় মিরপুর ১ দারুস সালাম ১ম কলোনি ফ্যাক্টরির সামনে কারখানার শ্রমিকদের আয়োজনে এবং বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন সভাপতিত্ব করেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খুশবু আহমেদ রানা। কর্মসূচিটি পরিচালনা করেছেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো. আলী ।

মানববন্ধনে নেতারা বলেন, ‘শ্রমিকরা মালিক পক্ষের কাছে গত ৩ মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় গত মাসে বিনা নোটিশে নারায়ণগঞ্জ এলাকায় কারখানা স্থানান্তরিত করে।

শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া থাকায় দুর্বিসহ হয়ে পড়েছে শ্রমিকদের জীবন। অনেকে না খেয়ে অর্থাহারে, অনাহারে দিন কাটাচ্ছে। অনেক শ্রমিকদের বাড়ি ভাড়া বকেয়া থাকায় বাড়ি মালিক শ্রমিকদের বাসা ছাড়ার নোটিশ দিয়েছে, যাতে করে শ্রমিকরা অনেক কষ্টে দিনযাপন করছে।

তারা আরও বলেন, ‘উক্ত ব্যাপারে শ্রমিকরা গত ১৯-০৯-২০২৩ ইং কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলেও কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এখন পর্যন্ত এর কোন সুষ্ঠু সমাধান দেয়নি। অন্যদিকে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর কর্মকর্তাদের এবং উক্ত এলাকার ইন্সপেক্টরের সমালোচনা করে বলেন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর দায়িত্ব হচ্ছে কোন কারখানায় অনিয়ম থাকলে সেই কারখানার অনিয়মকে নিয়মের মধ্যে আনা।

কোন কারখানা অনিরাপদ থাকলে সেই কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আজকে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর অবহেলার কারণে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো কিছু ছোট ছোট পোশাক কারখানা গড়ে তুলে মালিকরা নিজেদের মুনাফা করে শ্রমিকদের পাওনাদী বকেয়া রেখে কারখানা স্থানান্তরসহ অনেক মালিক পালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কোন ব্যবস্থা নিচ্ছে না। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।’

কর্মসূচি থেকে নেতারা আগামী রোববারের মধ্যে উক্ত ঘটনার সুষ্ঠু সমাধান না দিলে শ্রমিকরা কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা-পরিদর্শকের কার্যালয় ঘেরাও দেয়ার ঘোষণা দেন এবং কর্মসূচি শেষে একটি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিরপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

আপলোড সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন মা ফ্যাশন নামের পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় মিরপুর ১ দারুস সালাম ১ম কলোনি ফ্যাক্টরির সামনে কারখানার শ্রমিকদের আয়োজনে এবং বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন সভাপতিত্ব করেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খুশবু আহমেদ রানা। কর্মসূচিটি পরিচালনা করেছেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো. আলী ।

মানববন্ধনে নেতারা বলেন, ‘শ্রমিকরা মালিক পক্ষের কাছে গত ৩ মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় গত মাসে বিনা নোটিশে নারায়ণগঞ্জ এলাকায় কারখানা স্থানান্তরিত করে।

শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া থাকায় দুর্বিসহ হয়ে পড়েছে শ্রমিকদের জীবন। অনেকে না খেয়ে অর্থাহারে, অনাহারে দিন কাটাচ্ছে। অনেক শ্রমিকদের বাড়ি ভাড়া বকেয়া থাকায় বাড়ি মালিক শ্রমিকদের বাসা ছাড়ার নোটিশ দিয়েছে, যাতে করে শ্রমিকরা অনেক কষ্টে দিনযাপন করছে।

তারা আরও বলেন, ‘উক্ত ব্যাপারে শ্রমিকরা গত ১৯-০৯-২০২৩ ইং কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলেও কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এখন পর্যন্ত এর কোন সুষ্ঠু সমাধান দেয়নি। অন্যদিকে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর কর্মকর্তাদের এবং উক্ত এলাকার ইন্সপেক্টরের সমালোচনা করে বলেন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর দায়িত্ব হচ্ছে কোন কারখানায় অনিয়ম থাকলে সেই কারখানার অনিয়মকে নিয়মের মধ্যে আনা।

কোন কারখানা অনিরাপদ থাকলে সেই কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আজকে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর অবহেলার কারণে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো কিছু ছোট ছোট পোশাক কারখানা গড়ে তুলে মালিকরা নিজেদের মুনাফা করে শ্রমিকদের পাওনাদী বকেয়া রেখে কারখানা স্থানান্তরসহ অনেক মালিক পালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কোন ব্যবস্থা নিচ্ছে না। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।’

কর্মসূচি থেকে নেতারা আগামী রোববারের মধ্যে উক্ত ঘটনার সুষ্ঠু সমাধান না দিলে শ্রমিকরা কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা-পরিদর্শকের কার্যালয় ঘেরাও দেয়ার ঘোষণা দেন এবং কর্মসূচি শেষে একটি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন