ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ মাদকসহ আমড়াতলীর সাজ্জাদসহ ৩জন মাদক কারবারি গ্রেফতার

মোঃ জানে আলম (কুমিল্লা প্রতিনিধি)
মোঃ জানে আলম (কুমিল্লা প্রতিনিধি)
  • আপলোড সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ১৭১২ বার পড়া হয়েছে

গতকাল(০৭/১০/২০২৩খ্রিঃ) কোতোয়ালি মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউপিস্থ আমড়াতলী দিঘীর পশ্চিম পাড়ে একচালা টিনসেড এর সামনে পাকা রাস্তার উপর হইতে ক)১৪০০(এক হাজার চারশত)পিস ইয়াবা ট্যাবলেট,(খ) ৪০০পিস ট্যাপেনটেডল ট্যাবলেট(মাদক), এবং ০১টি পুরাতন কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল, মূল্য অনুমান ৯০,০০০/-(নব্বই হাজার) টাকাসহ ০৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আসামিরা হলেন
কোতোয়ালি মডেল থানাধীন ধনঞ্জয় গ্রামের বাহার আলীর ছেলে নাহিদুল হক সাজ্জাদ(২৮), বামইল (শিবের বাজার) গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ ইয়াছিন আরাফাত(২৫), বামইল (শিবের বাজার) গ্রামের আলী মিয়ার ছেলে মোঃ সোহেল(৩১)।
উল্লেখ্য যে, আসামী নাহিদুল হক সাজ্জাদ(২৮) এর নামে ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
উদ্ধারকৃত মাদক ও আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিপুল পরিমাণ মাদকসহ আমড়াতলীর সাজ্জাদসহ ৩জন মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

গতকাল(০৭/১০/২০২৩খ্রিঃ) কোতোয়ালি মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউপিস্থ আমড়াতলী দিঘীর পশ্চিম পাড়ে একচালা টিনসেড এর সামনে পাকা রাস্তার উপর হইতে ক)১৪০০(এক হাজার চারশত)পিস ইয়াবা ট্যাবলেট,(খ) ৪০০পিস ট্যাপেনটেডল ট্যাবলেট(মাদক), এবং ০১টি পুরাতন কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল, মূল্য অনুমান ৯০,০০০/-(নব্বই হাজার) টাকাসহ ০৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আসামিরা হলেন
কোতোয়ালি মডেল থানাধীন ধনঞ্জয় গ্রামের বাহার আলীর ছেলে নাহিদুল হক সাজ্জাদ(২৮), বামইল (শিবের বাজার) গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ ইয়াছিন আরাফাত(২৫), বামইল (শিবের বাজার) গ্রামের আলী মিয়ার ছেলে মোঃ সোহেল(৩১)।
উল্লেখ্য যে, আসামী নাহিদুল হক সাজ্জাদ(২৮) এর নামে ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
উদ্ধারকৃত মাদক ও আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন