নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশা চাপায় চা দোকানির মৃত্যু
- আপলোড সময় : ০৬:১৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক চা দোকানির মৃত্যু হয়েছে।
নিহত দীন মোহাম্মদ ওরফে দীনু মিয়া (৬৫)। তার বাড়ি চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকায়। সে চৌমুহনী বাজারের পোস্ট অফিস রোড এলাকায় চা দোকান করত।
রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারের সুগন্ধা স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ মনু জানায়, দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা দীনু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি পাশে থাকা রোড ডিভাইডারে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।