ষড়যন্ত্র করে কিছুই করার নাই : আড়াইহাজারে স্বরাষ্ট্র মন্ত্রী
- আপলোড সময় : ০৮:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৫৭৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, স্বড়যন্ত্র করে সরকারের কিছুই করতে পারবে না বি এনপি। তিনি রোববার বিকেলে আড়াইহাজার উপজেলার দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যদান কালে এ কথা বলেন।
মন্ত্রী ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ সফল হয়নি উল্লেখ করে বলেন, স্বরযন্ত্র করে, সন্ত্রাসী করে আর গাড়ী ও মানুষ পুড়িয়ে সরকার হটানো যাবেনা। এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হাই ভূঁইয়া, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, উপদেষ্টা মিয়া মোঃ আলাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, বেনজীর আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ঝর্ণা রহমান, আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী, বীর মুক্তিযোদ্ধা বি এম শামসুজ্জামান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।