বার্ষিক শিক্ষা সফর আয়োজন করল হুরে জান্নাত বালক বালিকা মাদরাসা
- আপলোড সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ৩৪৮ বার পড়া হয়েছে
হুরে জান্নাত বালক বালিকা মাদরাসার শিক্ষক শিক্ষার্থীসহ প্রতি বছর শিক্ষা সফর করে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছর ২৩ নভেম্বর ২০২৩ শিক্ষা সফরের আয়োজন করে হুরে জান্নাত বালক বালিকা মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের ভেন্যু ছিল সোনারগাঁ অবস্থিত লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানাম সিটি ও রয়েল রিসোর্ট পার্ক ।
হুরে জান্নাত বালক বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি ফাহাদুল ইসলাম ও পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা সকাল দশটায় নারায়ণগঞ্জ বন্দর শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়ে শিক্ষা সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লাংগল বন্ধ স্টানে এসে তারা বাসে উঠে। ভ্রমণের প্রথম পর্যায়ে তারা পানাম সিটি পুরাতন ভবন পরিদর্শনের জন্য । সেখানে কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের মাঝে সঙ্গ দেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মরিয়ম ইসলাম।
তিনি একজন নদী গবেষক। এ ছাড়া গাছ ও পাখি নিয়ে কাজ করেন। সহকারী শিক্ষিকা আনিকা এইচএসসি সম্পন্নকারী
শিক্ষার্থীদের বিভিন্ন অনুষদ এবং পুরাতন ভবন গুলো ঘুরে দেখান। পুরাতন ভবন, প্রশাসনিক ভবন এবং ভেতরের বিভিন্ন রাস্তা সম্পর্কে অবগত করান। তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দেন। তিনি বলেন, তোমরাও অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।
এরপর সেখান থেকে বাস যাত্রা শুরু করে সোনারগাঁ রয়েল রিসোর্টে আগমন। পৌঁছানোর পর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। খোলা মাঠ, বাচ্চাদের মন আকর্ষণীয় খেলনা যন্ত্রান্ত্রী , আজব গুহা, চোখ জুড়ানো ভবন , অনেক দর্শনীয় স্থান পরিদর্শন করে। পরিদর্শন শেষে সবাই এক সাথে খাবার খায়। খাবার শেষে বিশ্রামের পর সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা ইসলামী সংগীত, গান ও কবিতা আবৃত্তি করে।
শিক্ষা সফরে আগত শিক্ষার্থীরা জানায়, ‘আজকের এই সফর আমাদের ভালো লেগেছে। আমরা অনেক কিছু দেখেছি, শিখেছি এবং মজা করেছি। আমরা প্রতি বছর নতুন নতুন ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে চাই এবং জানতে চাই।