কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ফাঁড়ির ইনচার্জ(আইসি) মোঃ আমিনুল হক
- আপলোড সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৪৪৪ বার পড়া হয়েছে
অক্টোবর/২০২৩ মাসসহ যোগদানের পর থেকে এক বৎসরে ৬বার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ফাঁড়ির ইনচার্জ(আইসি) মোঃ আমিনুল হক।
জানা যায়,মো: আমিনুল হক (১৯৯৪ সালে ৩০ শে জুলাই) কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দক্ষ ও সুনামের সহিত দ্বায়িত্ব পালনের মাধ্যমে দৃষ্টি নন্দন সফলতায় একের পর এক পদন্নোতি পায়। গত (০৩/৯/২০১৮ তারিখ হইতে০৮/০৯/২০২১ ইং তারিখ পর্যন্ত তিনটি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ভূষিত হন। কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আইসি) হিসেবে দ্বায়িত্ব পাওয়ার পর থেকেই সফলতার ধারাবাহিকতা আরো উর্ধ্বে।
যেহেতু ছত্রখীল পুলিশ ফাঁড়ি সীমান্তবর্তী এলাকায়, এখানে মাদকসহ নানান অপরাধের আখড়া। কিন্তু মো :আমিনুল হক দ্বায়িত্ব পালনে সর্বোদায় অপ্রতিরোধ্য। মাদক, চোরাচালান ও হত্যাসহ চাঞ্চল্যকর মামলা বিচক্ষণতার সহিত কাজ করেছেন। এসকল কাজের সফল অনুপ্রেরণায় একবছরে গত (২৫/১১/২০২৩ ) তারিখে সর্বোশেষ ৬ষ্ঠ বারের মত কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ফাঁড়ির ইনচার্জ(আইসি) হিসেবে মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয় ভূষিত করেণ।
এবিষয়ে আমিনুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক এবং অতিরিক্ত পুলিশ সপার সদর সার্কেল ও অফিসার ইনচার্জ কোতয়িলী মডেল থানার সার্বিক সহযোগিতায় ছত্রখীল পুলিশ ফাঁড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকি। সফলতা নয়, কাজকেই প্রাধান্য দিচ্ছি আমরা। ইনশাআল্লাহ চেষ্টা করবো সততার সহিত সকল দ্বায়িত্ব পালন করতে।