শামীম ওসমান নৌকার মনোনয়ন পাওয়ায় শ্রমিক লীগের আনন্দ মিছিল
- আপলোড সময় : ১০:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৪৯৯ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন থেকে বর্তমান
সংসদ সদস্য একে এম শামীম ওসমানকে পূনরায় নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) রাতে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব মো: সাদ্দাম হোসেনের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি বের করা হয়।
আনন্দ মিছিলটি নাসিক ৬ নং ওয়ার্ডের মুনলাইট সংলগ্ন এলাকা থেকে বের হয়ে সোনামিয়া মার্কেট, নতুন বাজার এলাকাসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন বলেন, জননেতা একে এম শামীম ওসমানকে পূনরায় নৌকার মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আওয়ামী লীগ থেকে এ নিয়ে তিনি চতুর্থ বারের মতো নৌকার মাঝি মনোনীত হলেন। পাশাপাশি এলাকাবাসীর উদ্দেশ্য সাদ্দাম হোসেন বলেন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শামীম ওসমানকে সংসদ সদস্য নির্বাচিত করার আহবান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াছ মোল্লা, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান আনিস, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ লীগের সদস্য মোঃ সোহেল বেপারী, শেখ পারভেজ হোসেন জিতু, মোঃ শাহআলম, মো: মেহেদী হাসান বিপ্লব, মো: আকাশ বেপারি, মোঃ শাকিল প্রধান, নিলয় মোল্লাসহ শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।