ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. এ. জেড. এম. জাহিদ হোসেন
- আপলোড সময় : ০৫:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ২৯৮ বার পড়া হয়েছে
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির প্রধান, ড. এ. জেড. এম. জাহিদ হোসেনের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শনে আসেন।শনিবার ২৬ অক্টোবর বিএনপির এই হাই প্রোফাইল নেতার আগমনে কলেজ ক্যাম্পাস ছিল মুখরিত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান, অধ্যক্ষ মো: সেলিম ভূইয়া; বিএনপি’র গবেষনা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামীনুর রহমান; এগ্রিকালচার এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ হারুনুর রশীদ; শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব, জাকির হোসেন; সাবেক শিক্ষা কর্মকর্তা, জনাব কফিল উদ্দিন আহমেদ এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ, ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার আগত অতিথিদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে মতবিনিময় করেন।
অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, সুযোগ সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আনন্দিত চিত্তে মুগ্ধতা প্রকাশ করেন এবং এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির প্রধান, ড. এ. জেড. এম. জাহিদ হোসেনের আগমনে শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।