সোনারগাঁয়ে গণমানুষের নেতা কায়সার এর পক্ষে সরকারি মনোনয়নপত্র সংগ্রহ
- আপলোড সময় : ০৭:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৩৫৩ বার পড়া হয়েছে
আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার এর পক্ষে সরকারি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ নেতাকর্মীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগরাপাড়া চৌরাস্তা দলীয় প্রধান কার্যালয় থেকে দলীয় সংবর্ধনা শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উৎসব মুখর পরিবেশে ঢোল তবলা বাজিয়ে বিভিন্ন রঙে রাঙিয়ে সোনারগাঁ উপজেলা প্রাঙ্গণে সরকারি মনোনয়নপত্র সংগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ যাত্রায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের যেন আনন্দের শেষ নেই। স্থানীয় এলাকাবাসী দোকানদার ব্যবসায়ী চাকরিজীবী সহ পথচারী সোনারগাঁ ৩ আসনে নৌকার আগমনে যেন সোনারগাঁয়ে একটি গোলাপ ফুটে উঠেছে, সকল মানুষের প্রাণ যেন ফিরে পেয়েছে, আনন্দ উল্লাসে আত্মহারা হয়ে উপজেলা উদ্দেশ্যে দলে দলে ছুটে চলে।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ,ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার রেজ-ওয়ানুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জনাব আশরাফুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ আলী হায়দার, যুগ্ন সাধারন সম্পাদক সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, জনাব মোঃ জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, জনাব হাজী শাহ্ মোঃসোহাগ রনি , সহ সাংগঠনিক সম্পাদক সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।