ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় তিন মহিলা আহত

রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন মহিলা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের শরীফপুর এলাকায়। আহত তিন মহিলার মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, একজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, সেতেরা বগম (৭০), সোনিয়া আক্তার (২২) এবং সুমি আক্তার (২১)। এ ব্যাপারে আহত সোনিয়া আক্তারের স্বামী আঃ রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন আঃ রহমানের পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা যায় যে, আঃ রহমানের স্ত্রী সোনিয়া আক্তারের সঙ্গে রহমানের পরিবারের সদস্যদের পারিবারিক কথা কাটাকাটি চলছিল। এ সময় পূর্ব শত্রুতা চরিতার্থ করার জন্য প্রতিবেশি মতিন ও তার পরিবারের লোকজন স্বপ্রণোদিত হয়ে ওই ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং পারিবারিক ঝগড়াকে কাজে লাগিয়ে সোনিয়া সহ ওই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে চার মাসের গর্ভবতী আহত সোনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুমি আক্তার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেতেরা বগম কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় তিন মহিলা আহত

আপলোড সময় : ০৯:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন মহিলা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের শরীফপুর এলাকায়। আহত তিন মহিলার মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, একজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, সেতেরা বগম (৭০), সোনিয়া আক্তার (২২) এবং সুমি আক্তার (২১)। এ ব্যাপারে আহত সোনিয়া আক্তারের স্বামী আঃ রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন আঃ রহমানের পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা যায় যে, আঃ রহমানের স্ত্রী সোনিয়া আক্তারের সঙ্গে রহমানের পরিবারের সদস্যদের পারিবারিক কথা কাটাকাটি চলছিল। এ সময় পূর্ব শত্রুতা চরিতার্থ করার জন্য প্রতিবেশি মতিন ও তার পরিবারের লোকজন স্বপ্রণোদিত হয়ে ওই ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং পারিবারিক ঝগড়াকে কাজে লাগিয়ে সোনিয়া সহ ওই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে চার মাসের গর্ভবতী আহত সোনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুমি আক্তার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেতেরা বগম কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন