নাসিক ২নং ওয়ার্ডে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে শান্তি মিছিল
- আপলোড সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৩৬৭ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে শান্তির সমর্থনে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের পুরুষ ও মহিলা কেন্দ্র কমিটির পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি শান্তি মিছিল বের করেন।
মিছিলটি নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তা প্রদক্ষিন করে পুনরায় পশ্চিমপাড়া বড় বাড়ির সামনে এসে সংক্ষিপ্ত পথসভা শেষে শান্তি মিছিলের সমাপ্তি করা হয়।
এসময় নৌকা মার্কার পক্ষে স্লোগান দেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বিএনপি-জামায়ত জোটের ডাকা হরতাল অবরোধে আগুন সন্ত্রাস সহ নাশকতা প্রতিহতে নানান স্লোগান দেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের পুরুষ ও মহিলা কেন্দ্র কমিটির আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক (আবুল), যুগ্ন আহ্বায়ক ফজলুল হক, সদস্য সচিব রহমত উল্লাহ, রাসেল, মিশাল, মানিক, আমিনুল, সুমন, সাইফুল ও শাওনসহ প্রমূখ।