প্রয়াত তিন প্রকৌশলীর আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ এলজিইডিতে দোয়া ও মিলাদ
- আপলোড সময় : ১২:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ৪০২ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি ) নারায়ণগঞ্জের উদ্যোগে ঢাকা (পল্লী উন্নয়ন প্রকল্প- ৪ ও ২৪ ) প্রকল্প পরিচালক (অবঃ) মরহুম মকবুল হোসেন, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা প্রকৌশলী মরহুম শহীদুর রহমান এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মরহুম আবু সাঈদের আত্মার মা ফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়। এসময় প্রয়াত তিন প্রকৌশলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অ লের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুব আলম, নির্বাহী প্রকৌশলী ফোরকান আলী, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হায়দার আলী খান, সহকারী প্রকৌশলী মো. রেজাউল হক, প্রধান সহকারী এস এম আবুল কালামসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও কনসালট্যান্টগণ।