শিরোনাম :
কেরানীগঞ্জে রাস্তা পাশে সুটকেসে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৯:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ৭০৩ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে সুটকেসের ভিতরে থেকে এক অজ্ঞাত নারীর (২৫) লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাস্তা ইউনিয়নের ভাওয়ার ভিটি এলাকায় রাস্তার পাশে একটি নীল রংয়ের সুটকেসের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে হাঁটার সময় আমরা দেখতে পাই রাস্তার পাশে একটি নীল রংয়ের সুটকেসের পড়ে আছে।সুটকেসে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।