সোনারগাঁয়ে নৌকার সমর্থিত লোকজনের প্রচারণা এখন সরগরম,মাঠ জুড়ে শুধু নৌকা
- আপলোড সময় : ০৭:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ৩৬০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও) আসনে মাঠ জুড়ে প্রচারণায় নৌকা। নৌকার সমর্থকরা মাঠে ময়দানে থাকলেও অন্যদের প্রচারণা তেমন জনগণের নজরে আসছে না। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত। পাড়ায় মহল্লায় মাঠে ঘাটে বাজারে নৌকার সমর্থিত লোকজনের প্রচারণা এখন সরগরম।
প্রধান নির্বাচন অফিস ও ইউনিয়ন অফিস আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এমপি। তিনি সোনারগাঁ প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী সভা করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়নে নির্বাচনী সভায় জনগণের ঢল নামছে। নেতা কর্মীরা নির্বাচনী মাঠ মাতিয়ে তুলছে।
প্রতিটি নির্বাচনী সভায় সাবেক এমপি কায়সার শ্লোগান দিচ্ছেন। সাবেক এমপির আকর্ষণীয় স্লোগান সবার দৃষ্টি কাড়ছে। নির্বাচনী সভার উপস্থিত নেতাকর্মীরা সাবেক এমপির সাথে শ্লোগান দিচ্ছে।
সাবেক এমপির নির্বাচনী সভায় স্লোগান সর্বত্রই আলোচনার বিষয়বস্তু পরিণত হয়েছে। স্থানীয়দের ধারণা নির্বাচনী মাঠ সরগরম, দলীয় নেতা নেতাকর্মীদেরকে উজ্জীবিত ও জনগণের দৃষ্টি আকর্ষণ করতেই সাবেক এমপি স্লোগান দিচ্ছেন। এদিকে নারায়ণগঞ্জ ৩ আসনে পোস্টার ব্যানার সাঁটানো হচ্ছে।
নৌকা প্রার্থীর পোস্টার ব্যানার ছেয়ে গেলেও অন্যান্যদের তেমন চোখে পড়ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচারণা চোখে পড়ার মতো। অন্যান্য প্রার্থীরা নেতাকর্মী নিয়ে প্রচারণা চালালেও জনগণের মাঝে প্রভাব পড়ছে না। মাঠজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের একতরফা প্রচারণা।
এছাড়াও সোনারগাঁয়ের আনাচে-কানাচে শুধু নৌকার গুঞ্জন, দীর্ঘ দশ বছর পর নৌকা পাওয়ার পর নৌকার সমর্থিত লোকজনের প্রচারণার জোয়ার বইছে, সোনারগাঁ উপজেলাটি যে নৌকার আসন সেটি জনগণের উল্লাস দ্বারাই বোঝা যাচ্ছে, বাসা বাড়িতে, দোকানপাটে, চায়ের দোকানে ,অলিতে গলিতে সর্বত্রই একটি গানেই সবার মুখে মুখে ভাসছে, জয় বাংলা জিতবে এবার নৌকা। আব্দুল্লাহ আল কায়সার যেন সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছি, তাইতো সর্বত্রে চলছে নৌকার গণজোয়ার।