খানসামায় অবৈধ ভাবে ধান ও চাল মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- আপলোড সময় : ০৮:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ ভাবে ধান ও চাল মজুদ রাখায় দুটি প্রতিষ্ঠানে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খানসামা বাজার ও জয়গঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ধান ও চালের আড়ৎ গুলোর লাইসেন্স না থাকায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ আইনে আহাদ ট্রেডার্সকে ২০০০ হাজার টাকা ও বন্ধু ট্রেডার্সকে ৩০০০ হাজার টাকা, সহ মোট ৫০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ তাজ উদ্দিন জানান চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করা হবে। যেখানে ধান ও চাল অবৈধভাবে মজুদ রাখার খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে খাদ্য বিভাগের কর্মকর্তাগণ ও আনসার সদস্যরা অংশ নেন।