নোয়াখালীর সেনবাগের কল্যান্দী শর্টপিচ প্রিমিয়ার লীগ’২০২৪ উদ্বোধন
- আপলোড সময় : ১১:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৯৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগের কল্যান্দী শর্টপিচ প্রিমিয়ার লীগ’২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারী ) বিকেলে নোয়াখালীর সেনবাগের কল্যান্দী বাজার সংলগ্ন (ফেনী- চৌমুহনী সড়কের উত্তরে) কল্যান্দী শর্টপিচ প্রিমিয়ার লীগ’২০২৪ উদ্বোধন করা হয়।
৬নং কাবিলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ মিলন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, এবিএম ফারুক হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি, এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ভিপি মোহন, ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।
শর্টপিচ প্রিমিয়ার লীগ’২০২৪ উদ্বোধনী ম্যাচে লড়াই করে উ: শাহাপুর দূরন্ত স্পোর্টিং ক্লাব বনাম দেলোয়ার একাদশ। এসময় দর্শক পড়ন্ত বিকেলে আনন্দ নিয়ে খেলা উপভোগ করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।