আড়াইহাজারে সাংবাদিক রফিক রানার শ্বশুরের মিলাদ মাহফিলে ব্রুনাইয়ের সফরকারী দল
- আপলোড সময় : ১১:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৪৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রফিকুল ইসলাম রানার শ্বশুর মরহুম মীর ছানোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান সোমবার তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমের ছেলে ব্রুনাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মীর জিয়াউল হক বিপ্লব, অপর ছেলে এটুজেড ডিজিটাল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মীর মোহাম্মদ রেজাউল, জামাতা যায়যায়দিন প্রতিনিধি রফিকুল ইসলাম রানা, শামসুল হক ভূঁইয়া, ব্রুনাই সরকারের সাবেক সচিব (অবসরপ্রাপ্ত) হাজী কামালউদ্দিন সহ ৫ সদস্যের একটি সফরকারী দল, হাইজাদী ইউপির চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া, এটুজেড ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান ভিপি নাইম আহাম্মেদ মোল্লা, সেন্ট্রাল হাসপাতালের ম্যনেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি শাহজাহান কবির, সদস্য জাকির হোসেন, মীর ইকবাল হোসেন মামুন, শাখাওয়াত মেম্বার, মজিবুল্লাহ নাহিদ, হায়দার আলী সহ মরহুমের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।