সিদ্ধিরগঞ্জে দোয়া ও কেক কেটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপলোড সময় : ০৬:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জে দোয়া ও কেক কেটে মরহুম ধনু মেম্বার ফাউন্ডেশনের সহযোগীতায় ও শিমরাইল যুব সমাজের উদ্যাগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ২১ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ডের শিমরাইল তাজজুট মিলস্ খেলার মাঠ প্রাঙ্গনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মো: জহিরুল হক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা আরজু ভুইয়া, জাকির হোসেন, আব্দুল আলী, মো: হোসেন, দেলোয়ার হোসেন, নাসিক ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
এদিকে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন সানারপাড় ষ্টার বয়েছ বনাম রানা স্পোর্টিং ক্লাব।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা মো: নজরুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশে মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ। তাই মাদক থেকে যুবকদের রক্ষা করতে হবে। খেলাধুলা করলে মন শরীর দুটোই ভালো থাকে। তাই খেলাধুলার পাশাপাশি মাদক থেকে দূরে থাকার আহবান জানান তিনি।
এসময় মো: মাসুম মিয়া, মো: সোহেল রানা, মো: জুয়েল ও কমিটির অন্যান্য সদস্যসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।