সিদ্ধিরগঞ্জে বাকিতে ঔষধ না দেওয়ায় ছুরিকাঘাতে ফার্মেসী মালিক আহত
- আপলোড সময় : ১২:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৯৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাকিতে ঔষধ না দেওয়ায় মো: রানা হাওলাদার (৩০) নামে এক ফার্মেসী মালিককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর স্থানীয়রা ভুক্তভোগী মোঃ রানা হাওলাদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় জড়িত আব্দুল কুদ্দুস (৪০) কে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, মিজমিজি মাদ্রাসা রোড বুকস গার্ডেন এলাকায় রুদবা মেডিসিন শপ নামক ফার্মেসীর মালিক হলেন ভুক্তভোগী মোঃ রানা হাওলাদার। অভিযুক্ত ব্যাক্তি একজন কলা বিক্রেতা। প্রায় সময়ই তিনি ভুক্তভোগীর সেই ফার্মেসী থেকে নগদ ও বাকিতে ঔষধ ক্রয় করতেন। সেই সুবাদে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই ফার্মেসী থেকে বাকিতে ঔষধ চাইলে ভুক্তভোগী বাকিতে ঔষধ দিতে রাজি না হলে তাদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত তার কলা বিক্রয়ের জন্য ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে ভুক্তভোগীর পেটে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢাকায় সরকারি মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।
। তার অবস্থা আশঙ্কাজনক বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন-২ মুঠোফোনে জানান, এখনো কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। তবে ঘটনায় জড়িত ব্যাক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।