খাজুরিয়া যুব সমাজের উদ্যোগে রাত্রিকালিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত
- আপলোড সময় : ১০:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ৩৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া যুব সমাজের উদ্যোগে রাত্রিকালিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মার্চ ) সন্ধ্যায় খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া যুব সমাজের উদ্যোগে রাত্রিকালিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি, এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর।
উক্ত খেলা উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম ব্যাপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সেনবাগ উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ শোয়েব। ৩নং ওয়ার্ডে মেম্বার মোঃ নিজাম উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী লিটন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাসেল মীর, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাহবুবুল হক, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবু নাছের, বিশিষ্ট সাংবাদিক মোঃ হারুন, বিশিষ্ট সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হারুন, বিশিষ্ট সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম জহির ।
একতা ক্রীড়া সংঘের পরিচালনায় ও সহযোগিতায় ছিলো খাজুরিয়া কুঁড়ে ঘর।
এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দর্শক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।