বিন্নাগুনি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজ মানি শর্ট পিছ নাইট ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল ২০২৪ অনুষ্ঠিত
- আপলোড সময় : ১১:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ৪৭৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগের বিন্নাগুনি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজ মানি শর্ট পিছ নাইট ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল ২০২৪ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মার্চ ) রাত সাড়ে ৮টায় নোয়াখালীর সেনবাগের বিন্নাগুনি ব্যাপারী বাড়ী ঈদগাহ সংলগ্ন মাঠে বিন্নাগুনি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজ মানি শর্ট পিছ নাইট ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি, এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর।
খেলার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান পাটোয়ারী, সেনবাগ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ ইয়াছিন ভূঁইয়া, সফিকুর ট্যুরস এন্ড ট্রাভেলসের পরিচালক নাজমুল ইসলাম মানিক, ৭নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান ও প্রবাসী হাজী আবদুর রহিম ।
সার্বিক পরিচালনায় ছিলেন, ইসরাফিল রাহিম, আহসান ইমরান,রাকিব,শিহাব,মেহেদী ও জাবেদ।
প্রাইজ মানি শর্ট পিছ নাইট ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল খেলায় পাইলটিয়ান সিস্টিন চ্যাম্পিয়ন ও বিন্নাগুনি স্পোর্টিং ক্লাব রানার্সআপ। উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র এলাকার গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিপুল সংখ্যক দর্শক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।