নোয়াখালীর সেনবাগের ছিলোনিয়া দারুল উলূম কওমী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ১১:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ৪৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগের ছিলোনিয়া দারুল উলূম কওমী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২ মার্চ ) নোয়াখালীর সেনবাগের ছিলোনিয়া দারুল উলূম কওমী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল বাদ যোহর থেকে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, ঢাকার ইসলামবাগের বিশিষ্ট ব্যবসায়ী হাজী রুহুল আমিন। সার্বিক পরিচালনায় ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আলহাজ্ব সেকান্তর আলী মানিক ও অত্র মাদ্রাসার মুহতামিম মুফতী আবদুল বাতেন মুজাহিরী।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি, এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর।
ওয়াজ মাহফিলে তসরিফ আনেন, ওলামায়ে কেরাম উজানীর পীর সাহেব আল্লামা ফজলে এলাহী, ফেনীর ওলামাবাজার মাদ্রাসার মুহাদ্দিস হজরত মাওলানা শিব্বীর আহমদ, সেনবাগ জামিয়া ইব্রাহিমিয়ার মুহতামিম হযরত মাওলানা রহীম উল্লাহ বশীরি,ছিলোনিয়া দারুল উলূম হাফেজিয়া মহিলা মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা কামরুজ্জামান ও ফেনীর দক্ষিণ মাছিমপুর রোকেয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ফয়েজ উল্লাহ মাহমুদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন,সমাজসেবক হাজী ওবাইদুল হক কেরানী, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি, মগুয়া এমএ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব বিএসসি,এমএড,সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল খায়ের, ফেনী তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ রুহুল আমিন, নোয়াখালী ২৪ এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক খবরপত্রের সেনবাগ প্রতিনিধি সাংবাদিক মোঃ হারুন, ঢাকা বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, ঢাকা নবাবপুরের বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর সুমন, আমেরিকা প্রবাসী মোঃ তানভীর হোসেন, ছিলোনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন ও দুবাই প্রবাসী হাজী শাহজালাল।
এসময় কয়েক’শ শ্রোতা ছিলোনিয়া দারুল উলূম কওমী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে বয়ান শুনছে। ছিলোনিয়া বাজারের আশপাশের ধর্ম পরায়ন লোকজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।