ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে ইয়েল ব্যান্ডের ৩৪ বছর পূর্তি উদযাপন

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৪৪৪ বার পড়া হয়েছে

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৩৪ বছর পূর্তি উদযাপন করল দেশের ব্যান্ডসংগীত ভুবনে তরুণদের অন্যতম পছন্দের রক ও পপ ধারার ব্যান্ড দল ‌‘ইয়েল’৷ ইয়েল’র এ আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন দেশসেরা জনপ্রিয় একাধিক সংগীতশিল্পীরা। 

রবিবার (১০ মার্চ ) ঢাকার খিলগাঁও তালতলা সোসাইটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।এতে অতিথি ছিলেন গুনীজনসহ দেশ সেরা সকল ব্যান্ড সদস্য ও অসংখ্য ভক্ত দর্শক।’ইয়েল’ব্যান্ড দল এবার চমক দেখাতে দর্শকদের উপহার দেয় একজন অন্ধ তরুন শিল্পীকে।

সুদুর ভৈরব থেকে একাই ট্রেনে চড়ে ছুটে এসে ঢাকায় যোগদান করেন ইয়েল ব্যান্ড এর অনুষ্ঠানে। গান পরিবেশন করে সকল দর্শক স্রোতার চোখের জলে ভিজে দেন তিনি। রুচির দুর্ভিক্ষে এবার একজন অসাধারণ সংগীত প্রতিভাবান শিল্পী ইয়েল’ব্যান্ড উপহার দেয় বাংলাদেশকে।
স্রাবনে পাশে ‘ইয়েল ব্যান্ড’ সুরের পথ চলায় এগিয়ে যাবে প্রত্যশা রইলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জমকালো আয়োজনে ইয়েল ব্যান্ডের ৩৪ বছর পূর্তি উদযাপন

আপলোড সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৩৪ বছর পূর্তি উদযাপন করল দেশের ব্যান্ডসংগীত ভুবনে তরুণদের অন্যতম পছন্দের রক ও পপ ধারার ব্যান্ড দল ‌‘ইয়েল’৷ ইয়েল’র এ আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন দেশসেরা জনপ্রিয় একাধিক সংগীতশিল্পীরা। 

রবিবার (১০ মার্চ ) ঢাকার খিলগাঁও তালতলা সোসাইটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।এতে অতিথি ছিলেন গুনীজনসহ দেশ সেরা সকল ব্যান্ড সদস্য ও অসংখ্য ভক্ত দর্শক।’ইয়েল’ব্যান্ড দল এবার চমক দেখাতে দর্শকদের উপহার দেয় একজন অন্ধ তরুন শিল্পীকে।

সুদুর ভৈরব থেকে একাই ট্রেনে চড়ে ছুটে এসে ঢাকায় যোগদান করেন ইয়েল ব্যান্ড এর অনুষ্ঠানে। গান পরিবেশন করে সকল দর্শক স্রোতার চোখের জলে ভিজে দেন তিনি। রুচির দুর্ভিক্ষে এবার একজন অসাধারণ সংগীত প্রতিভাবান শিল্পী ইয়েল’ব্যান্ড উপহার দেয় বাংলাদেশকে।
স্রাবনে পাশে ‘ইয়েল ব্যান্ড’ সুরের পথ চলায় এগিয়ে যাবে প্রত্যশা রইলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন