পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সার্বিক কার্যক্রম মূল্যায়নে নোয়াখালী জেলা পুলিশের গৌরব অর্জন
- আপলোড সময় : ১১:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা সহ সারা বছর অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে সারাদেশের মধ্যে খ গ্রুপে ১ম স্থান এবং ‘‘অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান” ক্যাটাগরিতে খ গ্রুপে সারাদেশের মধ্যে ৩য় স্থান অধিকারের গৌরব অর্জন করে নোয়াখালী জেলা পুলিশ।
পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সারা দেশের সকল জেলা সমূহের পারফরম্যান্স মূল্যায়নে নোয়াখালী জেলা পুলিশের এ সাফল্যে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম কে ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এসময় কেক কেটে ও আনন্দ উদযাপন করা হয়।পুলিশ সুপার এই গৌরবময় অর্জন জেলা পুলিশের সকল সদস্য এবং জেলার সম্মানিত সকল নাগরিকদের প্রতি উৎসর্গ করেছেন। তিনি তার বক্তব্যে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকল পর্যায়ের সহকর্মী, অন্যান্য সরকারি দপ্তর, সম্মানিত জনসাধারণ ও মিডিয়াকর্মীদের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন।