সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
- আপলোড সময় : ০৫:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার ১৭ মার্চ সকাল ১১টার দিকে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার ফেন্সি, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওসমান গনি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, পৌর আওয়ামী লীগ নেতা গাজী মজিবুর রহমান ও কবির হোসেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম ও বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বাষিকী উপলক্ষে শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন বলে শ্লোগান দেয় এবং কেক কেটে দোয়া পাঠ করা হয়।