আড়াইহাজারে মিত্র প্লাজায় আগুন, সবার চেষ্টায় বেঁচে গেলো কয়েকশত দোকান
- আপলোড সময় : ০৮:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৩৩০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারের বহুতল মিত্র প্লাজার নিচ তলায় সম্ভাব্য ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেলেন কয়েকশত ব্যবসায়ি। ওই প্রতিষ্ঠানের নিচ তলার একটি বৈদ্যুতিক মিটারে বিষ্ফোরণ ঘটে আগুন ধরে যায় বৃহস্পতিবার দুপুরে। মুহুর্তের মধ্যে পুরো নিচতলা ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে ব্যবসায়িরা এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। পরে বিদ্যুৎ কর্তৃপক্ষ সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ করে দিলে এবং সাথে সাথে অগ্নি নির্বাপক পাউডার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়।
মিত্র প্লাজা, পিংকি সুপার মার্কেট এবং ভাই ভাই প্লাজা একটির সাথে আরেকটি সংযুক্ত থাকায় আগুন নেভাতে না পারলে তিনটি মার্কেটেরই কয়েক শত ব্যবসায়ির কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যেতো। এখানে ফার্মেসি, কাপড়ের দোকান, বিভিন্ন আসবাব পত্র, ডেন্টাল ক্লিনিক, বিভিন্ন অফিস ও ব্যাংকসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উপস্থিত লোকজন, মার্কেটের ব্যবসায়ি এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের আন্তরিকতা ও বিচক্ষনতার ফলে সম্ভাব্য ভয়াবহ বিপদ থেকে বেঁচে যায় প্রতিষ্ঠান গুলো। পরে অবশ্য ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে ও ঘটনাস্থলে আসতে দেখা গেছে।