কেরানীগঞ্জে ৫ হাজার অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- আপলোড সময় : ১০:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৩৭১ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। আজ সোমবার সকালে কেরানীগঞ্জের উপজেলা কলাতিয়া ইউনিয়ন পরিষদ, তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠ এবং নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঁচ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও পর্যায়ক্রমে কেরানীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আরও ১৫ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ হবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আটা, আলু, লবণ, পেঁয়াজ ও তেল।
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কেরানীগঞ্জে ২০ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও ঈদ উপহার হিসেবে ২৫ হাজার মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে। একজন জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে জনগনের সেবা করা, বিপদে আপদে জনগনের পাশে থাকা। আমি ঠিক তাই করছি। আমি কেরানীগঞ্জবাসীর পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। কেরানীগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, আপনার-আমার সামান্য সহযোগীতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। সরকারের পাশপাশি দুস্থ মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানাই।