বর্তমা্ন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ——হুইপ নজরুল ইসলাম বাবু
- আপলোড সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৩৪৩ বার পড়া হয়েছে
আজকের বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ নজরুল ইসলাম বাবু। তিনি মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দান কালে এ কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ- ২ ( আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অঙ্গ সংগঠন মিলে সম্মিলিত ভাবে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলব। এ সময় তিনি স্বাধীনতার ক্ষেত্রে বঙ্গবন্ধু ও দেশের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি সিরাজুল ইসলাম ভুঁইয়া, আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামসুজ্জাহান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসানউল্লাহ, সকল জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।