সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু
- আপলোড সময় : ১০:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ৪২৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালিদ হাসান জোসেফ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক মোটরসাইকেল করে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। সানারপাড় স্ট্যান্ডে আসলে একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে খালিদ মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত খালিদ হাসান জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর এ কে এম শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো দ্রুতগামী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মোটরসাইকেল চালকের লাশ থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এদিকে নিহত খালিদের জানাজা আনন্দলোক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে রাত ৮টায় অনুষ্ঠিত হয় এবং রাত ৯টায় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরের উদ্দেশে লাশবাহী গাড়ি রওনা হয়।নিহতের বাবা হারুনুর রশীদ সন্তানকে যেন মহান আল্লাহ জান্নাত দান করেন সেজন্য সবার কাছে দোয়া চান।